Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভয়াবহ বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে বিবেকের চোখে জল! কে সেই বন্ধু!

ভয়াবহ বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে বিবেকের চোখে জল! কে সেই বন্ধু!

ওয়েব ডেস্ক: আমেদাবাদের বিমান দুর্ঘটনায়(Ahmedabad Plane Crash) যে নির্মমতার শিকার হলেন দেশ-বিদেশের নাগরিকরা তার ভয়ংকর ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। বিমান যাত্রীদের মধ্যে বেঁচে গেছেন একজন। এই অভিশপ্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি(Ex Gujarat CM Vijay Rupani)। মর্মান্তিকভাবে তিনিও না ফেরার দেশে চলে গেলেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে শোকে আচ্ছন্ন আরেক বলি তারকা। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নন, বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের(Vivek Oberoi) ছিলেন অত্যন্ত ভালো বন্ধু।

বন্ধুকে হারিয়ে বিবেকের চোখে জল। কিছুতেই এই শোক মেনে নিতে পারছেন না বলিউড তারকা। এই বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করার পাশাপাশি বন্ধুর মৃত্যু নিয়ে বলতে শোনা গেল বিবেক ওবেরয়কে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন আমার বুক ফেটে যাচ্ছে দুঃখে। আমি ভাবতে পারছি না আমার বন্ধু তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর নেই! গুজরাটের মানুষের জন্য কাজ করে তিনি তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিজয় রূপানির অনুপস্থিতি তার স্ত্রী- কন্যা কিভাবে সামলাবে তা আমি জানিনা।
সূত্রের খবর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। বিবেক জানিয়েছেন তিনি তার বন্ধুকে যথেষ্ট মিস করবেন। ওঁর অভাব আমায় ভাবাবে এবং কাঁদাবে।

 

Read More

Latest News